ভারতকে উড়িয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান
বড়দের এশিয়া কাপে ভারতের কাছে টানা হারের ক্ষত যেন সুদে-আসলে মিটিয়ে দিল পাকিস্তানের যুবারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হাইভোল্টেজ ফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে ধূলিসাৎ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। রোববার (২১ ডিসেম্বর) দুবাইয়ের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা।
এদিন টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় ভারত। তবে ভারতীয় বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। দলের এই বিশাল পুঁজি গড়ার মূল কারিগর ছিলেন সামির মিনহাস। তার দুর্দান্ত ১৭২ রানের মহাকাব্যিক ইনিংসটিই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
৩৪৮ রানের পাহাড় টপকাতে নেমে পাকিস্তানের বোলিং তোপের মুখে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে ভারত। মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারতীয় যুবাদের ইনিংস। ফলে ১৯১ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে বড়দের ক্রিকেটে ভারতের কাছে সাম্প্রতিক হারের তিক্ত স্মৃতি ভুলে উল্লাসে মাতল শাহীনশাহর উত্তরসূরিরা।

Please share your comment: