দাপুটে জয়ে সিরিজে লিড নিল বাংলাদেশের মেয়েরা
হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে পরপর দুই জয়ে এখন তারাই সিরিজের চালকের আসনে। রোববার (৭ ডিসেম্বর) পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।
কক্সবাজারে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। লো-স্কোরিং ইনিংসে নির্ধারিত ওভার শেষে তারা ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৬ রান সংগ্রহ করতে পারে।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ৩০.৩ ওভারে, হাতে ৭ উইকেট রেখেই সহজ জয় তুলে নেয়।
রান তাড়ায় বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন অধিনায়ক সাদিয়া ইসলাম। তিনটি ছক্কায় সাজানো ইনিংসে তিনি ২৮ বলে ৩৫ রান করেন। তার সঙ্গে দারুণভাবে সঙ্গ দেন অচেনা জান্নাত, যিনি ২৫ বলে করেন ৩০ রান।
৮ রানে ২ উইকেট হারানোর পর সাদিয়া ইসলামের সঙ্গে ৪৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন অচেনা জান্নাত। ৫৩ রানে দল রেখে অধিনায়ক আউট হলেও, মাইমুনা নাহারের সঙ্গে চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অচেনা।
এর আগে পাকিস্তানের ব্যাটিং ইনিংসে বাংলাদেশের বোলাররা ছিলেন দারুণ কার্যকর। দুটি করে উইকেট শিকার করেন হাবিবা ইসলাম ও অতসী মজুমদার।

Please share your comment: