রোকেয়া পদকে ভূষিত নারী ফুটবলের উজ্জ্বল মুখ ঋতুপর্ণা চাকমা

স্পোর্টস ডেস্ক Published: 09 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশের নারী ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বেগম রোকেয়া পদক পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। নারী জাগরণে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে এই রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করেছে সরকার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে রোকেয়া পদক গ্রহণ করেন তিনি। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই পদক দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যে ঋতুপর্ণা চাকমার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০২৪ সালে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে এবং চলতি বছরে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে তার পারফরম্যান্স দৃষ্টি কেড়েছে সবার।

পার্বত্য জেলা রাঙামাটি থেকে উঠে আসা ঋতুপর্ণার জীবন সংগ্রামেও ভরা। পারিবারিক নানা প্রতিকূলতা পেরিয়ে মাঠে নিজের লড়াই চালিয়ে গিয়ে তিনি হয়ে উঠেছেন দেশের নারী ক্রীড়াঙ্গনের অনুপ্রেরণার নাম। সেই পথচলার স্বীকৃতি হিসেবেই নারী জাগরণ (ক্রীড়া) বিভাগে বেগম রোকেয়া পদকে সম্মানিত হলেন এই প্রতিভাবান ফুটবলার।

Please share your comment:

Related