শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবির ৬ ডিনের পদত্যাগ

News Desk Published: 21 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন আওয়ামীপন্থী প্যানেলের ৬ জন ডিন। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার দুপুর দেড়টার দিকে আওয়ামীপন্থী ডিনদের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্যের (প্রো-ভিসি) কার্যালয় থেকেও কর্মকর্তাদের বের করে দিয়ে ভবনগুলোতে তালা মেরে দেন। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটে।

উদ্ভূত পরিস্থিতিতে বিকেল ৩টার দিকে প্রক্টরের অনুরোধে তালা খুলে দেওয়া হয় এবং রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।

আলোচনা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসন সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে। এর মধ্যেই সংশ্লিষ্ট ডিনরা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডিনদের এই পদত্যাগের মধ্য দিয়ে ক্যাম্পাসে বিরাজমান উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Please share your comment:

Related