হাদি হত্যাকাণ্ড
মূল অভিযুক্তের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২৪-এর গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে এবার উঠে এসেছে বিপুল পরিমাণ অর্থের অবৈধ লেনদেনের তথ্য। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন খুঁজে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সিআইডি এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল এখনও পলাতক থাকলেও তার একাধিক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন ব্যাংকের চেকবই ও নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে। এছাড়া তাদের চেকবইয়ে আরও প্রায় ২১৮ কোটি টাকার চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া রেকর্ড পাওয়া গেছে।
সিআইডি জানায়, এই বিপুল পরিমাণ অর্থ সংঘবদ্ধ অপরাধ বা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২’ অনুযায়ী পৃথক অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। একইসঙ্গে অভিযুক্ত ও তার স্বজনদের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা দ্রুত বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া চলছে।
তদন্ত সংশ্লিষ্টরা আরও জানান, এই অর্থের মূল যোগানদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান কারা, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। হাদি হত্যাকাণ্ডের পেছনে কোনো শক্তিশালী নেটওয়ার্কের পরিকল্পনা, অর্থায়ন বা অস্ত্র সরবরাহের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে সিআইডির একাধিক টিম বর্তমানে কাজ করছে।

Please share your comment: