যুব হকি বিশ্বকাপ
অস্ট্রিয়ার বিপক্ষে জিতলেই ট্রফি পাবে বাংলাদেশ
হকির যেকোনো পর্যায়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলছে বাংলাদেশ। অভিষেক আসরেই দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। গ্রুপ পর্বে জয় না পেলেও স্থান নির্ধারণী পর্বে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
স্থান নির্ধারণী ম্যাচে প্রথমে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। পরের ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকেও হারায় জয়-আমিরুলরা। সেই জয়ের মাধ্যমেই একটি ট্রফি জয়ের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।
সোমবার (৮ ডিসেম্বর) ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই ২৪ দলের বিশ্বকাপে ১৭তম স্থান নিশ্চিত করবে লাল-সবুজের প্রতিনিধিরা। পাশাপাশি শেষ আট দলের মধ্যে ‘চ্যালেঞ্জার্স কাপ’ নামে একটি ট্রফিও উঠবে বাংলাদেশের হাতে।
প্রথমবার হকি বিশ্বকাপে অংশ নিয়েই একটি ট্রফি জয়ের সুযোগ পাওয়া বাংলাদেশের জন্য নিঃসন্দেহে গৌরবের।
বর্তমানে ভারতের মাদুরাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানেই সোমবার বিকেল ৫টায় অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে। জয় পেলেই নিশ্চিত হবে ট্রফি।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন ফরোয়ার্ড আমিরুল ইসলাম। পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। এখন পর্যন্ত ১৫ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হারে বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশের তিনটি গোলই করেন আমিরুল। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আবারও হ্যাটট্রিক করে ম্যাচটি ৩-৩ ড্র করেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও ৩-২ গোলে হার মানে বাংলাদেশ।
এবার শেষ ম্যাচটি জিতে বিশ্বকাপ শেষ করতে চান আমিরুল। অস্ট্রিয়ার বিপক্ষেও নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি। আমিরুল জানান, তাদের লক্ষ্য ছিল অন্তত সেরা ১৬-এর মধ্যে থাকা। সেটি না হওয়ায় এখন তারা ১৭তম হয়ে টুর্নামেন্ট শেষ করতে চান।

Please share your comment: