৫০ শতাংশ বাড়ল ফিফা বিশ্বকাপের প্রাইজমানি, চ্যাম্পিয়নদের জন্য ৫ কোটি ডলার

স্পোর্টস ডেস্ক Published: 17 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বড় আর্থিক ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগের আসরের তুলনায় প্রাইজমানি ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে আগামী বিশ্বকাপে শিরোপাজয়ী দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬১০ কোটিরও বেশি টাকা।

বুধবার (১৭ ডিসেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপের এই প্রাইজমানি কাঠামো অনুমোদন দেওয়া হয়। ফিফা জানিয়েছে, পুরো টুর্নামেন্টের জন্য মোট প্রাইজমানি ধরা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

এই অর্থের মধ্যে প্রতিটি অংশগ্রহণকারী দল প্রস্তুতি ব্যয় হিসেবে পাবে ১৫ লাখ ডলার। বাকি অর্থ দলগুলোর চূড়ান্ত অবস্থানের ভিত্তিতে ভাগ করা হবে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯০ লাখ ডলার করে। অর্থাৎ প্রস্তুতি ব্যয়সহ শুধু অংশগ্রহণ করেই একটি দল পাবে মোট ১ কোটি ৫ লাখ ডলার।

রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলোও পাবে উল্লেখযোগ্য অঙ্কের পুরস্কার। রাউন্ড অব ৩২-এ ওঠা দলগুলোর প্রাইজমানি ১ কোটি ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ২০২৬ বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিক দিক থেকেও একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।

Please share your comment:

Related