লঙ্কানদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ চার নিশ্চিত করল টাইগার যুবারা। সেমিফাইনালে আজিজুল হাকিম তামিমের দলের প্রতিপক্ষ হবে অন্য গ্রুপের রানার্সআপ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ আবরার। ওপেনিংয়ে রিফাত বেগকে নিয়ে ৮৪ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন তিনি। তবে এরপর মধ্য ও শেষের দিকের ব্যাটাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি দল।
জবাবে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ ওভার এক বলে ১৮১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ২৬ রান তুললেও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কান যুবারা। দলীয় ৫০ রানের আগেই চার উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
মিডল অর্ডারে চামিকা হেনাথিগালা ও আদাম হিল্মি প্রতিরোধের চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট পান সামিউন বশির রাতুল।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস নিয়েই সেমিফাইনালে নামবে বাংলাদেশ।

Please share your comment: