গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতলেন বাংলাদেশি রেসার অভিক আনোয়ার

News Desk Published: 15 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন রেসার অভিক আনোয়ার। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতায় তিনি সফলভাবে ৪৭টি ল্যাপ সম্পন্ন করে প্রায় ৩০০ কিলোমিটার রেসিং ট্র্যাক অতিক্রম করেন।

চলতি বছর রেসিং ট্র্যাকে এক দুর্ঘটনার শিকার হওয়ার পর এই চ্যাম্পিয়নশিপে অভিকের সাফল্যকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। কঠিন সময় পেরিয়ে ফিরে এসে শীর্ষস্থান দখল করায় প্রশংসিত হচ্ছেন তিনি।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, ভারত, জর্ডান ও মিশরের রেসাররা অংশ নেন। শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই অভিক ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, যেখানে অধিকাংশ প্রতিযোগীর গাড়িতে দুইজন রেসারের সমন্বয়ে টিম ছিল, সেখানে অভিক আনোয়ার একাই পুরো রেস সম্পন্ন করেন। এককভাবে পুরো রেস শেষ করে চ্যাম্পিয়ন হওয়ায় তার এই জয় আরও বিশেষ গুরুত্ব পেয়েছে।

মোটরস্পোর্টসে বাংলাদেশের উপস্থিতিকে আরও দৃঢ় করার পাশাপাশি তরুণদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে অভিক আনোয়ারের এই সাফল্য।

Please share your comment:

Related