শেষদিকে গোল হজম করে আজারবাইজানের কাছে হারলো বাংলাদেশ
প্রথমার্ধে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারলো না বাংলাদেশ নারী ফুটবল দল। ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের কাছে ২–১ ব্যবধানে পরাজিত হয় লাল–সবুজরা। সফরকারীদের হয়ে গোল দুটি করেন সেভিঞ্জ জাফারজাদে ও মানিয়া ইসরা। বাংলাদেশের একমাত্র গোলটি আসে মারিয়া মান্ডার পা থেকে।
উয়েফার সদস্য আজারবাইজান র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে হলেও প্রথমার্ধে সমানতালে লড়াই করেছে স্বাগতিক দল। ম্যাচের ১৯তম মিনিটে আজারবাইজান অধিনায়ক জাফারজাদে হেডে প্রথম গোল করেন। তবে ৩৪তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে মারিয়া মান্ডার দুর্দান্ত শটে সমতা ফেরায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে। ৫২তম মিনিটে মনিকা চাকমার মাথা থেকে সুযোগ পেলেও গোল হয়নি। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান। রূপনা চাকমার দারুণ সেভে কয়েকবার গোল বিপদ কেটে গেলেও শেষ রক্ষা হয়নি।
৮৪তম মিনিটে বাম দিক থেকে ইয়েলিজের পাঠানো ক্রস থেকে মানিয়া ইসরা নিখুঁত শটে গোল করে দলকে জয় এনে দেন। যোগ করা সময়েও আর ফিরতে পারেনি বাংলাদেশ—ফলে ২–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আজারবাইজান।
অস্ট্রেলিয়ায় আগামী বছরের এশিয়ান কাপকে সামনে রেখে ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। তবে দুটি ম্যাচই হেরে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ—আগে মালয়েশিয়ার কাছে ১–০ আর আজ আজারবাইজানের বিপক্ষে ২–১ ব্যবধানে।
কোচ পিটার বাটলার জানান, এ টুর্নামেন্টে ফলের চেয়ে খেলোয়াড়দের প্রস্তুতি ও পারফরম্যান্সই ছিল বেশি গুরুত্বপূর্ণ।

Please share your comment: