সিলেট নয়, ঢাকাতেই শুরু হচ্ছে এবারের বিপিএল

স্পোর্টস ডেস্ক Published: 01 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

১২তম বিপিএলের নিলাম শেষ হওয়ার মধ্যেই আসরের সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিল বিসিবি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সিলেটে উদ্বোধন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বদলে গেছে মঞ্চ—এবার ২৬ ডিসেম্বর পর্দা উঠছে ঢাকাতেই।

বিসিবির সিদ্ধান্তের মূল কারণ—আবাসন সংকট। ঠিক সেই সময়ে সিলেটে চিকিৎসকদের একটি আন্তর্জাতিক সম্মেলন থাকায় শহরের হোটেলগুলোতে পর্যাপ্ত রুম পাওয়া সম্ভব হয়নি। দল, কর্মকর্তা, সম্প্রচারকর্মীসহ বিপিএলের বৃহৎ কাফেলাকে সঠিক সুবিধা দেওয়া কঠিন হয়ে পড়েছিল।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন যে, সিলেটে প্রয়োজনীয় রুম ও লজিস্টিক সাপোর্টের নিশ্চয়তা না পাওয়ায় বাধ্য হয়েই প্রথম পর্ব ঢাকায় সরিয়ে আনা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী প্রথম চার দিন ম্যাচ হবে ঢাকায়। এরপর পাঁচ দিনের সিলেট পর্ব, যেখানে দর্শকদের জন্য থাকবে ভিন্ন আবহের আয়োজন। সিলেট থেকে বিপিএল যাবে চট্টগ্রামে, যেখানে ছয় দিনব্যাপী ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ ধাপে আবার ঢাকায় ফিরবে টুর্নামেন্ট; এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনালের মাধ্যমে প্রায় এক মাসব্যাপী এই আসরের পর্দা নামবে।

তিনটি ভেন্যুতে পরপর যাতায়াত থাকায় ক্রিকেটারদের বিশ্রাম, প্রস্তুতি এবং পুনরুদ্ধারের বিষয়টি মাথায় রেখে প্রতিটি ধাপের মাঝে রাখা হবে সংক্ষিপ্ত বিরতি।

২০১৭ সালের পর এবারই প্রথম সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সিদ্ধান্তে ঢাকা হয়ে উঠছে উদ্বোধনী কেন্দ্র। পরিকল্পনা বদলালেও উত্তেজনা কিন্তু অটুট—বরং সূচি পুনর্গঠনে বিসিবির দ্রুত পদক্ষেপ আসন্ন বিপিএলকে আরও সুসংগঠিত করেছে।

Please share your comment:

Related