বিপিএল নিলামে অংশ নিতে পারবেন না ৯ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক Published: 30 নভেম্বর 2025 21:11 পিএম

ছবি : সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টার পর এবারের নিলাম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে নিলাম শুরুর আগেই হাইকোর্টের আদেশে ৯ ক্রিকেটারকে নিলামে অংশ নিতে নিষেধ করা হয়েছে।

রোববার হাইকোর্ট রিট আবেদনের শুনানি শেষে এই নির্দেশ দেন। নিলাম থেকে বাদ পড়া ক্রিকেটাররা হলেন—এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন, মিজানুর রহমান, আরিফুল হক, মো. নিহাদুজ্জামান এবং সানজামুল হক।

রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। উভয়পক্ষের যুক্তি শোনার পর বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট সরাসরি খারিজ করে দেয়।

বিসিবি আগেই জানিয়েছিল, নিলামের তালিকায় থাকা কয়েকজন খেলোয়াড় ফিক্সিং–সংক্রান্ত তদন্তের কারণে বাদ পড়তে পারেন। যদিও কারা ফিক্সিংয়ের অভিযোগে বাদ পড়েছেন তা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়নি।

পরে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিপিএলের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ইন্টিগ্রিটি ইউনিটের পরামর্শ অনুযায়ী কয়েকজন খেলোয়াড়কে তদন্তের স্বার্থে এই আসরে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

Please share your comment:

Related