বড় হারে থেমে গেল বাংলাদেশের এশিয়া কাপের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক Published: 30 নভেম্বর 2025 21:11 পিএম

ছবি : সংগৃহীত

দারুণ ছন্দে বাছাইপর্ব শুরু করলেও শেষ ম্যাচে বড় হার এশিয়া কাপের স্বপ্ন ভেঙে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের। চংকিনে স্বাগতিক চীনের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ডিফেন্সের একের পর এক ভুল ও আক্রমণভাগের দুর্বলতায় লাল-সবুজরা হেরে গেছে ৪–০ গোলে।

এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের সৌদি আরব এশিয়া কাপের টিকিট নিশ্চিত করেছে চীন।

টুর্নামেন্টে টানা চার ম্যাচের জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ালেও চীনের বিপক্ষে শুরু থেকেই তাল মেলাতে পারেনি দলটি। স্বাগতিকদের গতি, শারীরিক সক্ষমতা ও সংগঠিত খেলার সামনে রক্ষণভাগ বারবার ভেঙে পড়ে। আক্রমণভাগও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ—মধ্যমাঠ থেকে লংপাসে ওঠা আক্রমণে ডান দিকের ক্রস থেকে সুয়েয়ি ওইহাও সহজেই গোল করেন। ৩৯ মিনিটে কামাল মৃধার ভুল ব্যাকপাস ধরে একই খেলোয়াড় গোলকিপারকে কাটিয়ে দ্বিতীয় গোল করেন।

বিরতির পরও পরিস্থিতি বদলায়নি। ৫২ মিনিটে দুর্দান্ত হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়েয়ি। শেষ দিকে ৮৯ মিনিটে আরও এক গোল হজম করে বড় ব্যবধানে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চার ম্যাচের জয়ে মূল পর্বে ওঠার আশা জাগলেও চীনের বিপক্ষে পরাজয় আবারও মনে করিয়ে দিল—দক্ষিণ এশিয়া থেকে এশিয়ার বড় মঞ্চে জায়গা পেতে এখনও অনেক পথ বাকি।

Please share your comment:

Related