নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠানে বড় ঘোষণা দিলেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম। রোববার রেডি
সন হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, খুব শিগগিরই দেশের ক্রিকেট অঙ্গনে শুরু হতে যাচ্ছে নারী বিপিএল।
বক্তব্যে আমিনুল ইসলাম বুলবুল বলেন, “অচিরেই মেয়েদের বিপিএল করতে যাচ্ছি। পুরুষ দলের ফ্র্যাঞ্চাইজিগুলো যদি যুক্ত হয়, তা হলে খুবই ভালো হবে।”
ফ্র্যাঞ্চাইজি মালিকদের উদ্দেশে বিসিবি সভাপতি আরও বলেন, বিপিএলকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে মাঠের ভেতরে-বাইরে যেসব সহায়তার প্রয়োজন, বিসিবি সব করবে। তিনি আশা প্রকাশ করেন, সবাই ক্রিকেটকে কেন্দ্র করেই কাজ করবেন এবং খেলাটির সুরক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা দেবেন।
উল্লেখ্য, নারী বিপিএল নিয়ে অতীতে বেশ কয়েকবার ঘোষণা এলেও তা বাস্তবায়িত হয়নি। তবে এবারের ঘোষণা নারী ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে ক্রিকেট অঙ্গনে আশা করা হচ্ছে।

Please share your comment: