ত্রিদেশীয় সিরিজে লড়াই করেও মালয়েশিয়ার কাছে ১–০ গোলে হারলো বাংলাদেশ
২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া উইমেন্স এশিয়ান কাপকে সামনে রেখে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে বাফুফে। প্রস্তুতির সেই মঞ্চে বুধবার (২৬ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১–০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
এশিয়ান কাপে বড় দলগুলোর বিপক্ষে কতটা টক্কর দিতে পারে বাংলাদেশ—সেটিই পরীক্ষা করে দেখতে চান কোচ পিটার বাটলার। সেই লক্ষ্যেই শক্তিশালী মালয়েশিয়া এবং আজারবাইজানকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া। তবে র্যাঙ্কিং ও শক্তিমত্তায় পিছিয়ে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচেই হোঁচট খেলো।
গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে খেলা একাদশে দুই পরিবর্তন আনেন বাটলার। তহুরা খাতুন ও নবিরণ খাতুনের জায়গায় সুযোগ পান নবাগত সুলতানা ও মিডফিল্ডার মুনকি আক্তার। পাশাপাশি পাঁচ ডিফেন্ডারের রক্ষণাত্মক কৌশল বদলে বাটলার দলকে মাঠে নামান আক্রমণাত্মক ৪–৩–৩ ফরমেশনে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় লাল–সবুজেরা। ৭ মিনিটে সুলতানার দারুণ পাস থেকে শামসুন্নাহার জুনিয়রের ক্রসে লাফিয়ে হেড করেছিলেন মনিকা চাকমা, তবে বলের নাগাল পাননি। এরপরই চোটে অস্বস্তি নিয়ে খেলতে থাকেন তিনি।
২৯ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় মালয়েশিয়া। সতীর্থের লং পাস ধরতে গিয়ে গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার কোহাতি কিসকুর মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ তুলে নিয়ে ছোট্ট কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন নুর আইনসাহ বিনতে মুরাদ—যা শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোল।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি বাংলাদেশ। একের পর এক আক্রমণেও ব্যর্থ হয় দুই দল। নুরের সেই গোলেই মালয়েশিয়ার জয় নিশ্চিত হয়।

Please share your comment: