মুশফিক-লিটনের শতকে আয়ারল্যান্ড ফলোঅনের শঙ্কায়
মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পর জবাব দিতে নেমে আইরিশরা দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৯৮ রানে থেমেছে। স্বাগতিকদের তুলনায় তারা এখনো ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে।
আইরিশ ওপেনারদের শুরুটা ভালো ছিল; পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নির জুটি ৪১ রান যোগ করেছিল। খালেদ আহমেদের বলে পল ২৬ বলে ২৭ রানে এলবিডব্লিউ হন। বালবির্নি ও কারমাইকেলের দ্বিতীয় উইকেটে ২২ রান আসে। এরপর মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও হাসান মুরাদের বোলিংয়ে আইরিশরা পরবর্তী ৩ উইকেট হারায়। শেষ পর্যন্ত লর্কান টাকার ৩৩ এবং স্টিফেন ডোহেনি ২ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৭৬ রান করেছে। মুশফিকুর রহিম নিজের শততম টেস্টে ১০৬ রানে সেঞ্চুরি করেন, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ১১তম ক্রিকেটার হিসেবে শতক হাঁকান। লিটন দাস ১২৮ রান করে সেঞ্চুরি পূর্ণ করেন। এছাড়া মুমিনুল হক ৬৩ ও ৪৭ রানের ইনিংস খেলেন।
আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন; ২টি করে উইকেট নেন ম্যাথিউ হামফ্রেস ও গভিন হোয়ে। সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ড ৪৭ রানে হেরেছিল। দ্বিতীয় টেস্টেও ফলোঅন এড়িয়ে চলাই তাদের লক্ষ্য।

Please share your comment: