৮৫০ কামিকাজি ড্রোন কিনছে ভারত, প্রতিটি ব্যাটালিয়নে থাকছে ‘অশনি প্লাটুন’

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 21 ডিসেম্বর 2025 20:12 পিএম

ফাইল ছবি

যুদ্ধক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সামরিক শক্তি জোরদার করতে ৮৫০টি কামিকাজি ড্রোন (সুইসাইড ড্রোন) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। প্রায় ২ হাজার কোটি রুপি বাজেটের এই প্রকল্পটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মূলত 'অপারেশন সিঁদুর' থেকে প্রাপ্ত যুদ্ধকালীন অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এই বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের (ডিএসি) চলতি মাসের শেষ সপ্তাহের বৈঠকে এই ড্রোন কেনার প্রস্তাবে চূড়ান্ত সায় মিলতে পারে। এই ড্রোনগুলো ভারতীয় সেনাবাহিনী ছাড়াও নৌ, বিমান এবং বিশেষ কমান্ডো বাহিনীকে শক্তিশালী করতে ব্যবহার করা হবে। দেশীয় উৎস থেকে সংগৃহীত এই ড্রোনগুলো মূলত ‘লোইটারিং মিউনিশন’ হিসেবে কাজ করবে, যা শত্রু অবস্থানে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

‘অশনি প্লাটুন’ ও আগামীর যুদ্ধকৌশল প্রতিরক্ষা সূত্রগুলো জানাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি পদাতিক ব্যাটালিয়নে একটি করে বিশেষায়িত ইউনিট গঠন করা হবে, যার নাম দেওয়া হয়েছে ‘অশনি প্লাটুন’। এই প্লাটুনের প্রধান কাজ হবে ড্রোনের মাধ্যমে শত্রু সীমানায় নজরদারি চালানো এবং প্রয়োজন অনুযায়ী সন্ত্রাসবিরোধী অভিযানে কামিকাজি ড্রোন পরিচালনা করা। ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে প্রায় ৩০ হাজার ড্রোন বিভিন্ন যুদ্ধ ইউনিটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে।

সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের মতে, ২০২৫ সালের মে মাসে পরিচালিত 'অপারেশন সিঁদুর'-এর সময় ড্রোনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। সে সময় পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি আস্তানা ও অবকাঠামো ধ্বংস করতে ড্রোন বড় ভূমিকা রেখেছিল। সেই সফলতাকে ভিত্তি করেই এখন ভারতের তিন বাহিনীকে ড্রোন শক্তিতে সমৃদ্ধ করার এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে।

Please share your comment:

Related