ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা কোনোদিন ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 18 ডিসেম্বর 2025 20:12 পিএম

ফাইল ছবি

ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি দাবি করেছেন, ইসলামাবাদ ভারতের মোদি সরকারকে এমন এক শিক্ষা দিয়েছে, যা তারা কোনোদিন ভুলতে পারবে না।

বুধবার খাইবার পখতুনখোয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেহবাজ শরীফ বলেন, ‘মার্কা-এ-হক’ বা সত্যের যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অবিচল সমর্থনে বিজয় অর্জন করেছে। এই পরাজয় দিল্লি থেকে মুম্বই—ভারতের শাসকগোষ্ঠী কোনোদিন ভুলবে না।’

তিনি বলেন, মে মাসে শুরু হওয়া পাকিস্তান-ভারত সংঘাতে ভারত কোনো উসকানি ছাড়াই পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায়। পাকিস্তানের দাবি, অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে অজুহাত বানিয়ে এই আক্রমণ চালানো হয়। তবে পাকিস্তান শুরু থেকেই ওই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।

শেহবাজ শরীফ আরও বলেন, সংঘাতের সময় পাকিস্তান সফলভাবে ভারতের তিনটি রাফালসহ ছয়টি যুদ্ধবিমান ও একাধিক ড্রোন ভূপাতিত করেছে। দুই পরমাণু শক্তিধর দেশের এই ৮৭ ঘণ্টার উত্তেজনাপূর্ণ সংঘাত শেষ হয় ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে।

খাইবার পখতুনখোয়ার জনগণের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের দীর্ঘ লড়াইয়ের কারণেই দেশে স্থিতিশীলতা ফিরেছে। তিনি প্রদেশজুড়ে ল্যাপটপ বিতরণ কর্মসূচি আরও সম্প্রসারণের ঘোষণাও দেন।

Please share your comment:

Related