মোদি–অমিত শাহের পদত্যাগ দাবি খাড়গের
ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডির দাখিল করা চার্জশিট গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন দিল্লির একটি আদালত। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেওয়া আদেশে আদালত বলেন, আইনের দৃষ্টিতে এই চার্জশিটের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শুরুর সুযোগ নেই।
এই রায়ের পরদিন বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলনে বিজেপির কড়া সমালোচনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, এই রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য চরম লজ্জাজনক। জনগণকে হয়রানি করার দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত।
খাড়গের ভাষায়, এই আদেশ প্রমাণ করে যে রাজনৈতিক উদ্দেশ্যেই গান্ধী পরিবারকে টার্গেট করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, ন্যাশনাল হেরাল্ড মামলা সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা। ভবিষ্যতে বিরোধীদের দমন করতে এ ধরনের রাষ্ট্রীয় সংস্থার অপব্যবহার বন্ধ করারও আহ্বান জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইডির মামলায় গান্ধী পরিবারের পাশাপাশি সুমন দুবে, স্যাম পিত্রোদা, ইয়ং ইন্ডিয়ান, ডোটেক্স মার্কানডিসে ও সুনীল ভাণ্ডারীকেও অভিযুক্ত করা হয়েছে।
কংগ্রেসের দাবি, আদালতের এই সিদ্ধান্ত বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগকে আরও স্পষ্ট করেছে।

Please share your comment: