ভারী বৃষ্টি ও তীব্র ধুলোঝড়ের পূর্বাভাস সংযুক্ত আরব আমিরাতে

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 17 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টি ও তীব্র ধুলোঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আরব উপদ্বীপজুড়ে সক্রিয় নিম্নচাপের কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। এর প্রভাবে বাতাসের গতি বাড়ার পাশাপাশি ধুলোঝড়ের পরিস্থিতিও তৈরি হতে পারে।

শুক্রবার আবুধাবির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। একই দিনে দুবাই, উত্তরাঞ্চল, আল আইন এবং দেশের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে এনসিএম। কোথাও কোথাও অল্প সময়ের মধ্যে অতিবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে।

এই পরিস্থিতিতে বাসিন্দা ও ভ্রমণকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। বিশেষ করে খোলা জায়গায় চলাচল, সড়কে গাড়ি চালানো এবং সমুদ্র এলাকায় যাতায়াতের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Please share your comment:

Related