সিডনির বন্ডাই বিচে হামলায় জড়িত ছিলেন একজন ভারতীয় নাগরিক
অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে গত রোববারের হত্যাযজ্ঞে অন্তত ১৫ জন নিহত হয়েছে। হামলার ঘটনায় একজন নিহত ব্যক্তি হলেন সাজিদ আকরাম। তিনি ভারতের হায়দ্রাবাদ শহরের বাসিন্দা ছিলেন। তবে ভারতের পরিবারের সঙ্গে তার যোগাযোগ খুবই সীমিত ছিল।
বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
হামলাটিকে অস্ট্রেলিয়ায় গত ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ গণ-গুলিবর্ষণের ঘটনা বলা হচ্ছে। অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এটিকে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় সাজিদ আকরাম (৫০) পুলিশি গুলিতে নিহত হন। তার ছেলে নাভিদ আকরাম (২৪) ঘটনাস্থলে তার সঙ্গে ছিলেন এবং বর্তমানে হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন।
সাজিদ আকরামের পটভূমি
তেলেঙ্গানার পুলিশ জানিয়েছে, ১৯৯৮ সালের নভেম্বরে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন সাজিদ। হায়দ্রাবাদে তিনি ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। ২৭ বছর ধরে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন এবং হায়দ্রাবাদের পরিবারের সঙ্গে তার যোগাযোগ খুব কম ছিল।
সাজিদ আকরামের স্ত্রী ভেনেরা গ্রোসো ইউরোপীয় বংশোদ্ভূত। তাদের দুই সন্তান—নাভিদ এবং এক মেয়ে—অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছেন।
পুলিশ জানিয়েছে, বাবা-ছেলে দু’জনই গত মাসে ফিলিপিন্সে গিয়েছিলেন। সাজিদ ভারতীয় পাসপোর্টে ছিলেন, আর নাভিদ অস্ট্রেলিয়ান পাসপোর্টে। তাদের ভ্রমণের উদ্দেশ্য এখনও তদন্তাধীন।

Please share your comment: