ইমরান খানের সাক্ষাৎ দাবিতে কারাগারের বাইরে বিক্ষোভ, পুলিশের জলকামান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা–কর্মীরা। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে এ কর্মসূচি চলাকালে পুলিশ জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে পিটিআই।
দলটির দাবি, কয়েক মাস ধরে কারাগারে ইমরান খানের সঙ্গে কারও সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়নি। আদালতের নির্দেশে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি থাকলেও চলতি সপ্তাহের মঙ্গলবার ইমরানের বোনদের কারাগারে ঢুকতে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদেই কারাগারের বাইরে অবস্থান নেন নেতাকর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন ইমরানের বোন আলিমা খান। সঙ্গে ছিলেন উজমা ও নোরিন খান।
পিটিআই জানায়, বিক্ষোভ চলাকালে পুলিশ এলাকা ছাড়ার নির্দেশ দেয় এবং পরে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দলটির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, জলকামানের পানিতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ছেন। পিটিআইয়ের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলা মানবাধিকারের লঙ্ঘন।
এদিকে সরকারের ভাষ্য, কারাগারের ভেতরে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। সে কারণে সাক্ষাৎ সীমিত করা হয়েছে।
অন্যদিকে ইমরান খান ও পিটিআইকে ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে পাঞ্জাব প্রাদেশিক আইনসভায় একটি প্রস্তাব গৃহীত হয়েছে। শাসক দল পিএমএল-এনের পক্ষ থেকে উত্থাপিত ওই প্রস্তাব পাস হলেও ইমরান কিংবা পিটিআইয়ের নাম এতে উল্লেখ করা হয়নি।

Please share your comment: