চীনে এনভিডিয়ার এআই চিপ রপ্তানির সবুজ সংকেত ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রযুক্তি ও বাণিজ্য উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ রপ্তানির অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্পের এই ঘোষণার ফলে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া চীনে তাদের এইচ২০০ এআই চিপ রপ্তানি করতে পারবে। এর আগে বাইডেন প্রশাসন জাতীয় নিরাপত্তা ও সামরিক ব্যবহারের আশঙ্কায় চীনে উন্নত চিপ রপ্তানির ওপর কড়াকড়ি আরোপ করেছিল। নতুন সিদ্ধান্তকে সেই নীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প দাবি করেন, এই চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত থাকবে। পাশাপাশি চীনে বিক্রি হওয়া চিপ থেকে একটি নির্দিষ্ট অংশের অর্থ যুক্তরাষ্ট্রে আসবে বলেও উল্লেখ করেন তিনি, যদিও এর বাস্তব কাঠামো পরিষ্কার করেননি।
তবে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, এতে চীনের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে এনভিডিয়া বলছে, সিদ্ধান্তটি মার্কিন প্রযুক্তি শিল্পে বিনিয়োগ ও উচ্চ বেতনের কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, এনভিডিয়ার সবচেয়ে আধুনিক ব্ল্যাকওয়েল ও রুবিন সিরিজের চিপ এই চুক্তির বাইরে থাকবে এবং সেগুলো শুধু মার্কিন বাজারেই ব্যবহৃত হবে।

Please share your comment: