ঘুষ কেলেঙ্কারি: চীনে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
ঘুষ নেওয়ার গুরুতর অপরাধে চীনের এক সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে জানা গেছে, বাই তিয়ানহুই নামের ওই কর্মকর্তা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান চায়না সিটিক ফাইন্যানসিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকার সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে প্রায় ১৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেন।
এই দুর্নীতির অভিযোগে গত বছরের মে মাসে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন চীনের একটি আদালত। পরে সর্বোচ্চ আদালতে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। এর পরই রাষ্ট্রের নির্দেশে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি খাতে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।

Please share your comment: