মিয়ানমারে সেনা হামলায় নিহত ১৮
মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইন শহরে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবাইন শহরে পরপর দুটি বোমা হামলা চালায় দেশটির সেনাবাহিনী।স্থানীয় প্রশাসনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, একটি ব্যস্ত চায়ের দোকানে টেলিভিশনে বক্সিং খেলা দেখার সময় ওই এলাকায় বিমান হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে কয়েকজনের মৃত্যু হয়।
জান্তা বাহিনীর এই ভয়াবহ হামলায় প্রাণহানির পাশাপাশি আশপাশের বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিমানের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই আতঙ্কে অনেক মানুষ মাটিতে লুটিয়ে পড়েন। নিহতদের কয়েকজনকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তারা। তবে এ হামলা সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি মিয়ানমারের জান্তা সরকার।
এদিকে, মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের সময় থাইল্যান্ডের ভূখণ্ডে গোলার আঘাতে অন্তত দুজন আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে থাই কর্তৃপক্ষ।
শনিবার থাই চিফ অব ডিফেন্স জানান, মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ের সময় ছোঁড়া একটি গোলা দিক পরিবর্তন করে থাইল্যান্ডের ভেতরে পড়ে যায়—প্রাথমিক তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। এ ঘটনার পর সীমান্তে মোতায়েন ইউনিটগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে।

Please share your comment: