ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি সরবরাহ দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি সরবরাহ দিতে প্রস্তুত রয়েছে রাশিয়া। শুক্রবার নয়াদিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে পুতিন ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদির ‘উষ্ণ অভ্যর্থনার’ জন্য ধন্যবাদ জানান। মোদির সঙ্গে বৈঠক সম্পর্কে তিনি বলেন, আলোচনাটি ছিল ‘গঠনমূলক’ এবং ‘বন্ধুত্বপূর্ণ পরিবেশে’। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে নিয়মিত ফোনালাপও হয় বলে জানান তিনি।
পুতিন চুক্তিগুলোকে ‘আকর্ষণীয়’ উল্লেখ করে বলেন, এবার বাণিজ্য ও কৃষি খাতের সম্পর্ক জোরদারে একাধিক সমঝোতা হয়েছে। দুই দেশের বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধি নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প নির্মাণে রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জ্বালানি প্রসঙ্গে পুতিন বলেন, ভারত প্রয়োজন অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে রাশিয়া থেকে জ্বালানি পাবে। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, রাশিয়ার জ্বালানি কেনার মাধ্যমে ভারত মস্কোকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে। এই অভিযোগের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
দুই দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিন নয়াদিল্লিতে পৌঁছান এবং পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদি তাকে স্বাগত জানান। আজ রাত ৯টার দিকে তার ভারত ত্যাগ করার কথা রয়েছে।

Please share your comment: