পেন্টাগনের বিরুদ্ধে মামলা করল নিউইয়র্ক টাইমস

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 05 ডিসেম্বর 2025 18:12 পিএম

ছবি : সংগৃহীত

সংবাদমাধ্যমের প্রবেশাধিকারের ওপর নতুন বিধিনিষেধ জারির জেরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করেছে প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় বিবাদী করা হয়েছে প্রতিরক্ষা বিভাগ, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলকে।

গত অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, সাংবাদিকদের একটি অঙ্গীকারনামায় সই করতে হবে, যেখানে উল্লেখ থাকবে—তারা অনুমোদনবিহীন কোনো তথ্য সংগ্রহ করবেন না।

নিউইয়র্ক টাইমসের অভিযোগ, এই নীতি সাংবাদিকদের কাজ করার স্বাধীনতাকে মারাত্মকভাবে সীমিত করছে। মামলায় বলা হয়, পেন্টাগন সাংবাদিকদের যে ২১ পৃষ্ঠার চুক্তিতে সই করতে বাধ্য করেছে, তা আইনবিরোধী ও অসাংবিধানিক। এই নীতির প্রতিবাদে নিউইয়র্ক টাইমসের ছয়জন প্রতিবেদকসহ অনেক সাংবাদিক তাদের পেন্টাগন অ্যাক্সেস ব্যাজ জমা দিয়েছেন।

এ ছাড়া কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া নির্দিষ্ট এলাকায় সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে—যা পূর্বের নীতিমালার তুলনায় বড় ধরনের পরিবর্তন।

দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এনপিআরসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমও এই নতুন শর্তে সই করতে অস্বীকৃতি জানিয়েছে।

মামলায় নিউইয়র্ক টাইমস আদালতের কাছে পেন্টাগনকে নতুন নীতিমালা প্রয়োগ বন্ধে নির্দেশ দেওয়ার অনুরোধ করেছে। পত্রিকাটি জানায়, যে কোনো প্রশাসন গণমাধ্যমকে সীমিত করার চেষ্টা করলে তারা সেটি আইনি লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও তা করবে।

Please share your comment:

Related