মামদানিকে পাত্তা না দিয়ে নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 04 ডিসেম্বর 2025 21:12 পিএম

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকলেও নিউইয়র্ক সফর থেকে সরে দাঁড়াচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি স্পষ্ট করে বলেছিলেন—নেতানিয়াহু শহরে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। তবুও সেই হুমকি গুরুত্ব না দিয়ে নেতানিয়াহু নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে ভার্চুয়াল আলোচনায় জানিয়েছেন, তিনি পরিকল্পনা অনুযায়ী নিউইয়র্কে যাবেন।

নেতানিয়াহু আরও বলেন, মেয়র মামদানির সঙ্গে কথা বলার আগ্রহ তার আছে, তবে শর্ত হলো—মামদানিকে আগে ‘ইসরায়েলের অস্তিত্বের অধিকার’ স্বীকার করতে হবে। অন্যদিকে মেয়র মামদানি বলেছেন, আইসিসির পরোয়ানা থাকা যেকোনো বিশ্বনেতা নিউইয়র্কে প্রবেশ করলে গ্রেপ্তারই হবে—এ নীতিতে তিনি অনড়।

হেগভিত্তিক আইসিসি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় নির্বিচার বেসামরিক হত্যা ও হামলার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ থাকার কথা জানিয়েছিল। তবে ইসরায়েল অভিযোগ অস্বীকার করে আসছে।

বিশ্লেষকদের মতে, মামদানির ঘোষণার পরও বাস্তবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা অত্যন্ত অস্বাভাবিক। কারণ যুক্তরাষ্ট্র অতীতে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে আইসিসি বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই রাজনৈতিক প্রেক্ষাপটে নিউইয়র্কে কোনো গ্রেপ্তারি পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

Please share your comment:

Related