জাতিসংঘে প্রস্তাব পাস: ১৯৬৭-র ইসরাইলি দখলদারিত্ব অবসানের আহ্বান

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 03 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ডে ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি’ শীর্ষক প্রস্তাবটির পক্ষে ১৫১টি দেশ ভোট দেয়। বিরোধিতা করে মাত্র ১১টি দেশ, আর বিরত থাকে আরও ১১টি।

জিবুতি, জর্ডান, মৌরিতানিয়া, কাতার, সেনেগাল ও ফিলিস্তিন যৌথভাবে খসড়া প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবে জাতিসংঘের দায়িত্ব পুনর্ব্যক্ত করা হয় এবং ফিলিস্তিন–ইসরাইল দ্বন্দ্বের দ্বি-রাষ্ট্রীয় সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইসরাইলকে অবিলম্বে বসতি নির্মাণ বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানানো হয়েছে।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরাইলি আগ্রাসন অব্যাহত রয়েছে। বুধবার গাজা শহরের জেইতুন এলাকায় ‘ইয়েলো লাইনের’ বাইরে ইসরাইলি সেনার গুলিতে দুই শিশু নিহত হয়েছে। এতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ১১৭ জনে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯৯৯ জন।

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও হামলা চলছে। তুবাস শহর ও জেনিনের দক্ষিণে কাবাতিয়ায় মার্কিন নির্মিত অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার থেকে ইসরাইলি বাহিনী গুলি চালায়। লক্ষ্যস্থলগুলো এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত হয়নি। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

গত দুই বছরে পশ্চিম তীরে অন্তত ১,০৮৫ ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছে। আটক হয়েছে আরও হাজার হাজার মানুষ।

Please share your comment:

Related