সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে তিন বার্তা পাঠালেন ট্রাম্প, তেহরানের সরাসরি নাকচ

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 02 ডিসেম্বর 2025 19:12 পিএম

ছবি: সংগৃহীত

সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে তিন দফা বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাগুলোর মূল শর্ত ছিল—ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ, মধ্যপ্রাচ্যে মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা। তবে তেহরান এসব শর্ত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

এদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সঙ্গে পাঁচ দিনের যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক মহড়া শুরু করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস (আইআরজিসি)। সীমান্ত অতিক্রমকারী সন্ত্রাসী চক্র দমনে সমন্বিত প্রতিক্রিয়া, তথ্য আদান–প্রদান এবং দ্রুত পদক্ষেপ সক্ষমতা বাড়ানোই মহড়ার প্রধান লক্ষ্য।

আইআরজিসির মুখপাত্র বলেছেন, ইসরায়েল যদি নতুন আগ্রাসন শুরু করে, তাহলে আরও কঠোর জবাব পাবে।

এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজের মাধ্যমে ট্রাম্পের পাঠানো তিন শর্তের বার্তা আঞ্চলিক কূটনৈতিক চাপে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের এক সংসদ সদস্যও শর্তগুলোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মটেগিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপরই ইরানি কূটনীতির প্রতি আস্থা পুনর্গঠনের দায়িত্ব বর্তায়। তিনি যুক্তরাষ্ট্রকে ‘সততার ভিত্তিতে’ আলোচনায় ফেরার আহ্বান জানান।

এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি মার্কিন নীতিকে বৈশ্বিক শান্তির “প্রধান হুমকি” বলে অভিহিত করেছেন। অপরদিকে তুরস্ক সফরকারী প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

Please share your comment:

Related