ইমরান খানের সঙ্গে দেখা করতে অনুমতি পেলেন বোন উজমা
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে তার বোন উজমা খানকে অনুমতি দিয়েছে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। আজই তিনি ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। বর্তমানে এই কারাগার ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ পিটিআই ঘোষিত কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
জিও নিউজ জানায়, উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তিনি কারাগারের ভেতরে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। কারাগারে যাওয়ার আগে তিনি বোন আলিমা খানের সঙ্গে আলাপ করেন।
পিটিআইয়ের চলমান কর্মসূচির অংশ হিসেবে উজমা, আলিমাসহ পরিবারের সদস্যরা ফ্যাক্টরি নাকা এলাকায় পৌঁছান। তবে আদিয়ালা কারাগারের দিকে যাওয়ার সেই রাস্তা আগেই পুলিশ বন্ধ করে দেয়। নারী পুলিশ সদস্যসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় এবং দাঙ্গা–নিরোধী ব্যারিকেড বসানো হয়।
এত বাধা সত্ত্বেও আলিমা ও তার বোনরা হেঁটে কারাগারের দিকে অগ্রসর হতে থাকেন। কিন্তু গোরখপুর চেকপোস্টে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
সাক্ষাতের অনুমতি পাওয়ার পর উজমা আবার কারাগারের দিকে রওনা হন। সাংবাদিকদের তিনি বলেন, শেষ পর্যন্ত ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পেয়ে তিনি স্বস্তি ও খুশি অনুভব করছেন।
২০২৩ সালের আগস্ট থেকে ইমরান খান কারাগারে বন্দী রয়েছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ—এমন একাধিক মামলার বিচার চলছে।
গত সপ্তাহে ইমরানের বোন আলিমা, উজমা, নোরিন খান নিয়াজিসহ পিটিআইয়ের কয়েকজন সদস্য কারাগারের বাইরে অবস্থান নিলে পুলিশ তাদের আটক করে। পিটিআইয়ের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বসে ছিলেন; অথচ পুলিশ অযথা কঠোর আচরণ করেছে। তবে মন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ, ২০২৩ সালের ৯ মে ইমরান গ্রেপ্তারের পর যে সহিংসতা হয়েছিল, সেসব ঘটনায় ইমরানের বোনদের সম্পৃক্ততা রয়েছে।

Please share your comment: