ভেনেজুয়েলা ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ওভাল অফিসে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক
ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ আরও বাড়ার মধ্যেই ওয়াশিংটনের পরবর্তী কৌশল নিয়ে সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ সূত্র সিএনএনকে জানায়, সামরিক ও কূটনৈতিক তৎপরতা জোরদারের প্রেক্ষাপটে এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ট্রাম্পের মন্ত্রিসভার মূল সদস্যদের—প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ও ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারও যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ওভাল অফিসে বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাদকবাহী জাহাজে হামলা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি বৈঠক এমন সময়ে হচ্ছে যখন ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্র ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে। ‘মাদকবাহী’ সন্দেহে ক্যারিবীয় সাগরে জাহাজে হামলা ও ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো—দুই দিকেই ওয়াশিংটন সক্রিয় ভূমিকা পালন করছে।
গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন, খুব শিগগিরই স্থল ও সমুদ্রপথে ভেনেজুয়েলার মাদক পাচার কার্যক্রম “সম্পূর্ণরূপে বন্ধ” করে দেওয়া হবে। পাশাপাশি তিনি বিমান সংস্থা, পাইলট ও বিভিন্ন নেটওয়ার্ককে ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা জারি করেন।
মাদুরোর সঙ্গে কথোপকথন স্বীকার ট্রাম্পের
ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে সেই আলাপের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
মার্কিন হামলার বৈধতা নিয়ে প্রশ্ন
ক্যারিবীয় অঞ্চলে মাদকবাহী সন্দেহে নৌযানে মার্কিন হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনার বৈধতা নিয়ে বিশাল বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রাথমিক হামলায় সবাই নিহত না হওয়ার পরও দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছিল বলে সিএনএনের বরাতে জানা গেছে। এ ঘটনায় রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দু’দলের আইনপ্রণেতারাই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন; কেউ কেউ এটিকে সরাসরি “যুদ্ধাপরাধ” বলেও বিবেচনা করছেন।
ওভাল অফিসের আজকের বৈঠকে এসব বিতর্ক, সামরিক কৌশল এবং ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র সম্পর্কের পরবর্তী পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

Please share your comment: