ভেনেজুয়েলার মাটিতে শিগগিরই স্থল অভিযান শুরুর ঘোষণা দিলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 28 নভেম্বর 2025 18:11 পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ভেনেজুয়েলার মাদক পাচার রোধে স্থলপথে সামরিক অভিযান শুরু করবে। কারাকাসের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘোষণা এল। ভেনেজুয়েলার অভিযোগ—ওয়াশিংটন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার কাছে বিমানবাহী রণতরী, স্টেলথ ফাইটার ও হাজারো সৈন্য মোতায়েন করেছে। ‘ড্রাগ–ট্রাফিকিং’ নৌকায় মার্কিন বাহিনীর হামলায় আন্তর্জাতিক পানিসীমায় ডজনের বেশি মানুষ নিহত হওয়ায় বিতর্ক আরও ঘনিয়ে উঠেছে।

থ্যাংকসগিভিং উপলক্ষে সেনাদের উদ্দেশে ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, তারা এখন সমুদ্রপথে মাদকপাচার প্রায় ৮৫ শতাংশ কমাতে পেরেছেন। “খুব শিগগিরই স্থলপথেও তাদের থামানো শুরু করব।”

সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র অন্তত ২০ বার হামলা চালিয়েছে, যাতে ৮৩ জন নিহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। লাতিন আমেরিকার আইন বিশেষজ্ঞেরা এসবকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে দেখছেন। লক্ষ্যবস্তু নৌযানগুলো মাদকবাহী ছিল—এ দাবি প্রমাণ করতে পারেনি ওয়াশিংটন।

ভেনেজুয়েলা বলছে, নিহতদের অনেকেই সাধারণ জেলে বা স্থানীয় নৌচালক, পাচারকারী নয়। মাদুরো অভিযোগ করেন, বিদেশি ও সাম্রাজ্যবাদী শক্তি ভুয়া অভিযোগ তুলে অঞ্চল অস্থিতিশীল করতে চায়।
তিনি বলেন, “ভেনেজুয়েলার জনগণ ভয় পায় না। তারা তাদের ভূমি, সমুদ্র, আকাশ ও ইতিহাস রক্ষায় প্রস্তুত।

Please share your comment:

Related