হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮, নিখোঁজ প্রায় ২০০
হংকংয়ে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ২০০ বাসিন্দা। শুক্রবার শহরের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো এলাকার ৩২ তলা ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে ভবনের বাহিরে লাগানো বাঁশের কাঠামো ও সবুজ জালে—যা সংস্কারের কাজের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
নিরাপত্তা প্রধান জানান, উদ্ধারকাজ শেষ হলেও বিস্তারিত তদন্তের সময় ভবনের ভেতর আরও মরদেহ মিলতে পারে। নিহতদের মধ্যে মাত্র ৩৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে। মৃতদের মাঝে একজন দমকলকর্মীও আছেন।
ক্রিস ট্যাং জানান, কমপ্লেক্সের ফায়ার অ্যালার্ম সিস্টেম সঠিকভাবে কাজ করেনি। ভবনটি সংস্কারের জন্য পুরোটা সময় ঝুঁকিপূর্ণ উপকরণ দিয়ে মোড়ানো ছিল—যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বড় ভূমিকা রাখে।
এ ঘটনায় জানালা বন্ধ করে ফোম ও অনিরাপদ নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।
৪ হাজার ৬০০ জনেরও বেশি মানুষের বাসস্থান এই কমপ্লেক্স এখন ধ্বংসস্তূপে পরিণত। এই অগ্নিকাণ্ড স্থানীয়দের গভীর শোকের পাশাপাশি হংকংয়ের ভবন নিরাপত্তা ও অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Please share your comment: