হংকং অগ্নিকাণ্ডের একদিন পর ১৬ তলা থেকে একজন জীবিত উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৬৫

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 27 নভেম্বর 2025 21:11 পিএম

ছবি: রয়টার্স

হংকংয়ের তাইপো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে পৌঁছেছে। দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার একদিন পর বৃহস্পতিবার ১৬ তলা থেকে জীবিত অবস্থায় এক পুরুষকে উদ্ধার করা হয়েছে।

হংকংয়ের সরকারি সম্প্রচার মাধ্যম আরটিএইচকে ও সিএনএন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দমকল বাহিনী জানিয়েছে যে তারা ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা ব্যক্তিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

দমকলের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৭০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দমকলকর্মী রয়েছেন এবং দমকল বাহিনীর আরও ১০ সদস্য আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, শতাধিক বাসিন্দার এখনো খোঁজ মিলছে না।

এটি হংকংয়ের কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। এখনও উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপে আটকে থাকা অনেকের সন্ধানে কাজ করছে দমকল দল।

হংকংয়ের প্রধান নির্বাহী জানিয়েছেন, কমপ্লেক্সটিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবীণ বাসিন্দা থাকায় হতাহতের সংখ্যা দ্রুত বেড়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে এলেও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে আগুন লাগার পর দ্রুতই তা কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। প্রায় এক হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং বিভিন্ন ফ্লোর থেকে মরদেহ উদ্ধার করেন।

ওয়াং ফুক কোর্ট একটি বড় আবাসিক হাউজিং কমপ্লেক্স, যেখানে প্রায় ২ হাজার ফ্ল্যাট এবং ৪,৬০০-এর বেশি বাসিন্দা বসবাস করতেন। এর আগে ১৯৯৬ সালে হংকংয়ের কোউলুনে একটি বাণিজ্যিক ভবনে আগুনে ৪১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।

Please share your comment:

Related