হংকংয়ের আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৬

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 26 নভেম্বর 2025 20:11 পিএম

ছবি : সংগৃহীত

হংকংয়ের নিউ টেরিটরিজের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ আগুনে অন্তত ১২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ১৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন দমকলকর্মী রয়েছেন। বাকি ১১ জনের মধ্যে আটজন নারী ও তিনজন পুরুষ।

বুধবার দুপুরে ওয়াং ফুক কোর্টের একটি ব্লকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা প্রকল্পটির ওপর টানানো বাঁশের কাঠামো ধরে ছড়িয়ে পড়ে আট ব্লকজুড়ে। শুরুতে চারটি ব্লক আগুনে আক্রান্ত হলেও পরে পুরো আবাসিক এলাকা দাউ দাউ করে জ্বলে ওঠে।

পুলিশ জানায়, আক্রান্ত ভবনে বহু মানুষ আটকা পড়েছেন বলে একাধিক কল পাওয়া গেছে।

আগুন লাগার পর প্রথমে এটিকে ‘নাম্বার ওয়ান অ্যালার্ম ফায়ার’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। তবে পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ায় বিকেলে তা নাম্বার ফোর এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সর্বোচ্চ তীব্রতার ‘নাম্বার ফাইভ অ্যালার্ম’-এ উন্নীত করা হয়। হংকংয়ে আগুনের তীব্রতা ১ থেকে ৫ স্কেলে নির্ণয় করা হয়, যেখানে সর্বোচ্চ সংখ্যা ভয়াবহতম পরিস্থিতি নির্দেশ করে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটির বাইরের বাঁশের কাঠামো জ্বলছে এবং সেখান থেকে সবুজ রঙের পোড়া অংশ নিচে ঝরে পড়ছে। স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে—এখনও আবাসিক এলাকার ভেতরে বহু বাসিন্দা আটকা থাকতে পারেন।

Please share your comment:

Related