হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে কী ‘অদ্ভুত জিনিস’ দেখলেন জোহরান মামদানি?

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 26 নভেম্বর 2025 16:11 পিএম

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়া জোহরান মামদানি। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ‘দ্য অ্যাডাম ফ্রিডল্যান্ড শো’-তে এই ডেমোক্র্যাট সমাজতান্ত্রিক নেতা বলেন, ওয়েটিং রুমে বসে তিনি ট্রাম্পের পড়ার বইয়ের মধ্যে একটি ‘ইউএফসি’ কফি টেবিল বুক দেখতে পান—যা তাকে বেশ অবাক করে।

তিনি জানান, হোয়াইট হাউসের সাউথ লনে মিক্সড মার্শাল আর্টসের আয়োজন হতে পারে—এ সম্পর্কে তার আগে কোনো ধারণাই ছিল না। অপেক্ষার সময় তিনি বইটি উল্টেপাল্টে দেখছিলেন। বইটিতে লড়াইয়ের ছবি না থাকলেও দেখানো হয়েছে, ইউএফসির অষ্টভুজ লড়াইয়ের খাঁচা সাউথ লনে বসালে কেমন দেখাত।

ট্রাম্প চলতি বছর জুলাইয়ে আমেরিকার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ২০২৬ সালের ১৪ জুন—তার ৮০তম জন্মদিনের দিন—এই ইভেন্ট আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন।

তবে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রশ্নে জোহরান মামদানি হেসে জানান, তার কোনো পরিকল্পনা নেই।

সাক্ষাৎকারে ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা
হোয়াইট হাউস সফরের কয়েক দিন পর এনবিসির ‘মিট দ্য প্রেস’-এ দেওয়া সাক্ষাৎকারে জোহরান বলেন, তিনি এখনো ট্রাম্পকে একজন ‘ফ্যাসিবাদী’ ও ‘স্বৈরাচারী’ হিসেবে দেখেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, অতীতে ট্রাম্পকে নিয়ে যা বলেছেন, তিনি সেগুলোতেই বিশ্বাস করেন এবং রাজনীতিতে মতপার্থক্য এড়ানো ঠিক নয়।

ভাইরাল মুহূর্ত
হোয়াইট হাউসে এক যৌথ আলাপচারিতায় একজন সাংবাদিক জোহরানকে জিজ্ঞেস করলে তিনি কি এখনো ট্রাম্পকে ফ্যাসিবাদী মনে করেন—তখন ট্রাম্পই তাকে থামিয়ে বলেন, “ঠিক আছে, আপনি শুধু এটুকুই বলতে পারেন। আমি কিছু মনে করি না।” মুহূর্তটি অনলাইনে দ্রুত ভাইরাল হয়ে দুই নেতার অপ্রত্যাশিত সৌহার্দ্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

Please share your comment:

Related