ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াল পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 20 নভেম্বর 2025 19:11 পিএম

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ বিষয়ে নোটিশ জারি করেছে পাকিস্তান এয়ারপোর্ট অথোরিটি (পিএএ)। এতে জানানো হয়, নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। খবর ডনের।

চলতি বছরের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। পাল্টা হামলার জেরে দুই দেশের উত্তেজনা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চার দিন পর সংঘাত থামে। সে সময় থেকেই ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ রাখে পাকিস্তান, যা কয়েক দফা বাড়ানো হয়েছে।

নতুন নোটিশে বলা হয়েছে, নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত সব বিমান, ভারতীয় এয়ারলাইন্স মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া সব বাণিজ্যিক বিমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একইসঙ্গে ভারতের কোনো সামরিক বিমানও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

এই নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমানের উড্ডয়ন রুট উল্লেখযোগ্যভাবে দীর্ঘ হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার জ্বালানি ব্যয় বেড়েছে প্রায় ২৯ শতাংশ এবং কিছু রুটে ফ্লাইট সময় ৩ ঘণ্টার বেশি বৃদ্ধি পেয়েছে। ইন্ডিগোসহ অন্যান্য কোম্পানিও ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে, আকাশসীমা বন্ধ থাকায় ট্রানজিট রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে পাকিস্তানও।

Please share your comment:

Related