ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা, নিহত ১৯
ইউক্রেনে মঙ্গলবার রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলের একটি বহুতল আবাসিক ভবন সরাসরি লক্ষ্যবস্তু হলে অন্তত ১৯ জন নিহত এবং ৬৬ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রয়টার্স জানায়, হামলায় ওই ভবনের ওপরের তলাটি ধসে পড়ে এবং ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে থাকা মানুষদের উদ্ধারে তৎপর।
রাশিয়া ৪৭০টির বেশি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। লক্ষ্য ছিল জ্বালানি ও পরিবহন অবকাঠামো। সাতটি অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পোল্যান্ড সীমান্তবর্তী বিমানবন্দর সাময়িক বন্ধ রাখা হয় এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেন, “প্রতিটি বর্বরোচিত হামলা প্রমাণ করে—রাশিয়ার ওপর বর্তমান চাপ যথেষ্ট নয়। কার্যকর নিষেধাজ্ঞা ও প্রতিরক্ষা সহায়তা বাড়ানো প্রয়োজন।”
রাজধানী কিয়েভের বাসিন্দারা হামলার সময় মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন। সার্বিক ক্ষয়ক্ষতি এখনও স্পষ্ট নয়, তবে দেশজুড়ে বিদ্যুৎ ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Please share your comment: