যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির হার কমে ১৭ শতাংশে

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 18 নভেম্বর 2025 17:11 পিএম

ফাইল ছবি। এপি

যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তির হার এক বছরে ১৭ শতাংশ কমে গেছে। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (IIE) জরিপে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ভিসা জটিলতা, বিলম্ব ও প্রত্যাখ্যান নীতি এই পতনের প্রধান কারণ। এতে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। তাদের মতে, ভর্তি কমলে বড় ধাক্কা খাবে মার্কিন শিক্ষা খাত ও অর্থনীতি।

বিশ্বের উন্নত দেশের তালিকায় পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্র সাধারণত শিক্ষার্থীদের প্রথম পছন্দ। উন্নত শিক্ষার মান ও জীবনযাত্রার আশায় প্রতি বছর বিপুলসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী সেখানে পাড়ি জমান। তবে ট্রাম্প প্রশাসনের সময়ে নানামুখী সীমাবদ্ধতা ও কঠোরতার কারণে অনেক শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা কঠিন হয়ে উঠছে।

জরিপে আরও বলা হয়েছে, ৮২৮টি বিশ্ববিদ্যালয়ে নতুন আন্তর্জাতিক ভর্তির হার কমেছে ১৭ শতাংশ। যদিও মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সামগ্রিকভাবে মাত্র ১ শতাংশ কমেছে। বর্তমানে বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের মোট শিক্ষার্থীর ৬ শতাংশ, যারা বছরে ৫৫ বিলিয়ন ডলার অবদান রাখে মার্কিন অর্থনীতিতে।

বিশ্ববিদ্যালয়গুলোর দাবি, ভিসা জটিলতা ও অনিশ্চয়তা দূর না হলে আন্তর্জাতিক ভর্তি আরও কমবে, যা শিক্ষা বাজার এবং অর্থনীতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।

এদিকে অনেক শিক্ষার্থী জানিয়েছেন, বিদেশি শিক্ষার্থীদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিগত আচরণ কঠোর হওয়ায় তারা দেশ পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছেন।

ট্রাম্প প্রশাসন চলতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছিল। এর আগে আইন লঙ্ঘন ও সন্ত্রাস সমর্থনের অভিযোগে প্রায় ছয় হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়। তবে ট্রাম্প বলেছেন, বিদেশি শিক্ষার্থীরা বেশি টিউশন ফি প্রদান করে—এ কারণে তিনি নতুন করে ছয় লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার পরিকল্পনা করছেন।

Please share your comment:

Related