শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকেই শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। বিকেলের দিকে বিক্ষোভ সমাবেশ থেকে শাহবাগ মোড়কে আনুষ্ঠানিকভাবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করা হয়।
এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা। শাহবাগ এখন আর শুধু একটি মোড় নয়, এটি প্রতিরোধের প্রতীক।
সমাবেশে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, হাদির হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে নয়, একটি প্রজন্মের কণ্ঠস্বরকে থামানোর চেষ্টা।
দুপুরের আগ থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা শাহবাগে জড়ো হতে থাকেন। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে প্ল্যাকার্ড। চারদিক মুখরিত হয়ে ওঠে স্লোগানে— ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমরা সবাই হাদি’, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’।
বিক্ষোভকারীদের ভাষ্য, যতদিন না হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত হচ্ছে, ততদিন শাহবাগেই চলবে আন্দোলন। শহীদ ওসমান হাদির নামে চত্বর ঘোষণার মধ্য দিয়ে এই আন্দোলন আরও বিস্তৃত ও প্রতীকী রূপ নিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please share your comment: