এয়ারপোর্টে বিদায় জানাতে না যাওয়ার অনুরোধ তারেক রহমানের

News Desk Published: 17 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার আগে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্টভাবে বলেছেন, তাকে বিদায় জানাতে কেউ যেন লন্ডনের বিমানবন্দরে না যান।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অনুরোধ জানান।

তারেক রহমান বলেন, দীর্ঘ প্রায় ১৭–১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। এ সময় বিদায়ের নামে বিমানবন্দরে ভিড় বা হট্টগোল না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি হট্টগোলের সৃষ্টি করতে পারে, যা বাংলাদেশ ও দলের ভাবমূর্তির জন্য নেতিবাচক বার্তা দেবে। এতে করে সবাই বাংলাদেশি—এভাবে পরিচিত হবে, যা দেশের সুনামের ক্ষতি করতে পারে।

তারেক রহমান আরও বলেন, যারা তার এই অনুরোধ মেনে এয়ারপোর্টে যাবেন না, তিনি ধরে নেবেন তারা দল ও দেশের সম্মান রক্ষাকে প্রাধান্য দিয়েছেন। আর নিষেধ সত্ত্বেও যারা যাবেন, তাদের বিষয়টি তিনি ব্যক্তিগত স্বার্থে করা বলে মনে করবেন।

বক্তব্যের শেষে তিনি সবার দোয়া কামনা করেন এবং শান্তিপূর্ণভাবে দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please share your comment:

Related