মুক্তিযুদ্ধ বিকৃতি বরদাস্ত করবে না মানুষ: ইশরাক

News Desk Published: 17 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধকে বিকৃত করার চেষ্টা করলে দেশের জনগণ কাউকে ক্ষমা করবে না—এমন মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তি ছড়ানো মানেই ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীতে জিয়া শিশু-কিশোর মেলার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধ কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এ ইতিহাস অস্বীকার বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের গণহত্যা ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সত্য অস্বীকার করার সুযোগ নেই। ইতিহাস বিকৃত করে রাজনীতি করার অপচেষ্টা ব্যালটের মাধ্যমেই প্রত্যাখ্যাত হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please share your comment:

Related