বাংলাদেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশবিরোধী সব ষড়যন্ত্র ও আধিপত্যবাদী অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি জানান, বিজয় দিবস উপলক্ষ্যে উৎসব নয়, বরং প্রতিরোধের বার্তা নিয়ে রাজপথে নামবে তারা।
সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে সংগঠনটির মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সমাবেশে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নাহিদ ইসলাম বলেন, আগামী বিজয় দিবসে প্রতিরোধের র্যালি অনুষ্ঠিত হবে। ভারতীয় আধিপত্যবাদ এবং দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, ৫ আগস্টের পরও যদি কেউ বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ বা নির্বাচনে কারচুপির স্বপ্ন দেখে, তবে সেই ধারণা ভুল প্রমাণিত হবে।
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, এটি জুলাই বিপ্লবের ওপর আঘাত। বাংলাদেশ বা তার গণআন্দোলন আক্রান্ত হলে তরুণরা বারবার প্রতিরোধে নামবে।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে বলেন, অতীতে বিরোধী মত দমনে সক্রিয় থাকা গোয়েন্দা সংস্থাগুলো এখন অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিষয়টি শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার নয়, বরং তথাকথিত ‘ডিপ স্টেট’ ও গোয়েন্দা ব্যবস্থার জবাবদিহির প্রশ্ন।
নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই বিপ্লবকে লক্ষ্য করে যেকোনো রাজনৈতিক পুনর্বাসন প্রচেষ্টার বিরুদ্ধে গণপ্রতিরোধ অব্যাহত থাকবে।

Please share your comment: