ওসমান হাদির ওপর হামলায় শফিকুর রহমানের নিন্দা

National Desk Published: 12 ডিসেম্বর 2025 16:12 পিএম

ফাইল ছবি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

শুক্রবার ১২ ডিসেম্বর বিকেলে সোয়া ৩টার দিকে তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে সহিংসতার আশ্রয় নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেন এবং হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইটার দিকে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেয়া হয় বলে জানান জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি।

Please share your comment:

Related