তফসিল ঘোষণাই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নয়: জামায়াত নেতা গোলাম পরওয়ার
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও এটিকে সুষ্ঠু নির্বাচনের একমাত্র প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খুলনা-৫ আসনের জিরোপয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি বলেন, তফসিল ঘোষণা নির্বাচনী যাত্রার প্রথম ধাপ মাত্র; এর পর প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠপর্যায়ের কর্মকর্তা–কর্মচারীদের নিরপেক্ষ ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নির্বাচন কমিশনই এ প্রক্রিয়ায় মূল নেতৃত্ব দেবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, মাঠপর্যায়ে এখনও সমান রাজনৈতিক পরিবেশ তৈরি হয়নি। তাই কেবল তফসিলের ঘোষণাকে নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা বলা যাবে না। ডিসি, এসপি, ইউএনও থেকে পোলিং কর্মকর্তাদের পক্ষপাতহীন ভূমিকা ছাড়া ভোটারদের নিরাপদে ভোটদান নিশ্চিত করা সম্ভব হবে না।
দুদক চেয়ারম্যানের দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বানকে স্বাগত জানিয়ে পরওয়ার বলেন, দেশকে দুর্নীতিমুক্ত পথে নিতে হলে গণতান্ত্রিক মূল্যবোধেই নির্বাচন পরিচালনা করতে হবে।
এর আগে তিনি ডুমুরিয়ার কুলবাড়িয়া এলাকায় শ্রমিক–মালিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে মঠবাড়িয়া ও কাঁঠালতলায় গণসংযোগ করে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান।

Please share your comment: