তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিইসি এ এম এম নাসির উদ্দীনের জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণার পরপরই দলটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানায়, ঘোষণাটি নির্বাচন ঘিরে থাকা সংশয় দূর করেছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তফসিল প্রকাশ নির্বাচন আয়োজনের বিষয়ে আশ্বস্ত করেছে। তিনি নির্বাচন কমিশনের প্রতি সব দলের জন্য সমান সুযোগ তৈরির আহ্বান জানিয়ে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া মুক্ত ও অর্থবহ নির্বাচন সম্ভব নয়।
অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি অভিযোগ করেন, নির্বাচন-পূর্ব আশ্বাস সত্ত্বেও আগে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব হয়নি। এবার সেই বাস্তবতার পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত।

Please share your comment: