টাঙ্গাইলে বেনজির আহমেদ টিটুকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল

National Desk Published: 10 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন দলের নেতাকর্মীরা। বিএনপির ঘোষিত প্রার্থী লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুকে প্রার্থী করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

বুধবার সন্ধ্যায় ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং একপর্যায়ে মহাসড়কের একটি অংশে অবস্থান নেওয়া হলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বিঘ্নিত হয়। এতে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহ-সভাপতি মজনু মিয়া, সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনকারীরা বলেন, বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদের দাবি, কালিহাতী আসনে দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থাকা বেনজির আহমেদ টিটুকেই মনোনয়ন দেওয়া উচিত। বর্তমান প্রার্থী লুৎফর রহমান মতিন স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন বলেও অভিযোগ তোলেন তারা।

দ্রুত প্রার্থী পরিবর্তন করে বেনজির আহমেদ টিটুকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন না দিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিএনপি নেতাকর্মীরা।

Please share your comment:

Related