আসন ভাগাভাগি নিয়ে বিএনপির ওপর ক্ষুব্ধ মিত্ররা
আসন বণ্টন ইস্যুতে বিএনপির সঙ্গে মিত্রদের দূরত্ব বাড়ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে ২৯টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন একাধিক মিত্র দলের নেতারা। একই সঙ্গে শিগগিরই বিএনপির সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্তও নেওয়া হয়।
বৈঠকে ৫ দলীয় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, নেজামে ইসলামী পার্টি ও গণফোরামের শীর্ষ নেতারা অংশ নেন। এসব দল বিএনপির সঙ্গে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকিসহ বিভিন্ন জোটের প্রধানরা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রদের সঙ্গে আলোচনা ছাড়াই দল দুই দফায় আসন ঘোষণা করে অসন্তোষ সৃষ্টি করেছে। তার মতে, এতে বিএনপি ‘একলা চলো’ নীতিতে হাঁটছে কি না—সে প্রশ্ন উঠেছে। তিনি সতর্ক করেন, এতে অনাস্থা ও অবিশ্বাস বাড়তে পারে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, তফশিলের মুখে দাঁড়িয়েও বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি, অথচ ইতোমধ্যে ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মিত্রদের দাবি, মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হোক। তবে তারা বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান না এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান প্রত্যাশা করছেন।

Please share your comment: