চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

National Desk Published: 10 ডিসেম্বর 2025 21:12 পিএম

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার রাতের দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া এখনও আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসার প্রতি রেসপন্স করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

তিনি আরও জানান, চিকিৎসক দল তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা চলমান রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Please share your comment:

Related